কুড়িগ্রামে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময়

কুড়িগ্রামে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদারকরণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম মহিলাবিষয়ক কার্যালয় হল রুমে মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
ইউএনডিপির কারিগরি সহযোগিতা ও রিপাবলিক অব কোরিয়ার আর্থিক সহায়তায় কুড়িগ্রামের নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, রৌমারী ও সদর উপজেলায় নারী নির্যাতন প্রতিরোধ, প্রতিকার পদ্ধতি ও ভুক্তভোগীদের সহায়ক ব্যবস্থা উন্নতকরণে পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে সভায় জানানো হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে ব্র্যাক কুড়িগ্রামে প্রকল্প বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করবে।
প্রকল্পের মাধ্যমে সহিংসতা মোকাবিলায় অনলাইন ডাটাবেজ তৈরি, তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে সহিংসতার প্রতিকারমূলক প্রতিবেদন প্রকাশ এবং জাতীয় কাঠামো প্রণয়নে কাজ করবে।
মতবিমিয় সভায় বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মেরিনা সরেন, কর্মসূচি সংগঠক নাসিরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, মো. শাহাবুদ্দিন, শফিকুল ইসলাম বেবু, রাজু মোস্তাফিজ, ইউনুছ আলী প্রমুখ।