মেহেরপুরে বিএনপি-জামায়াতের ২৭ জন গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থক সন্দেহে গ্রেপ্তার হওয়া ছয়জন মেহেরপুর সদর থানা হেফাজতে। ছবি : এনটিভি
নাশকতার আশঙ্কায় মেহেরপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর ২৭ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহমারউজ্জামান জানান, গতকাল রাতে জেলার বিভিন্ন স্থানে সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশ নাশকতাবিরোধী অভিযান চালায়। এই অভিযানে গাংনী থানার পুলিশ জামায়াতের পাঁচজন ও বিএনপির তিনজন, সদর থানা পুলিশ জামায়াতের ছয়জন এবং মুজিবনগর থানা জামায়াতের নয়জন ও বিএনপির চারজন কর্মী-সমর্থককে আটক করেছে।
আহমারউজ্জামান আরো জানান, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন ২০১৩ সালের নাশকতার ঘটনার মামলার আসামি। গ্রেপ্তার হওয়া ২৭ জনকেই বিভিন্ন মামলার আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হবে।