খালেদা জিয়া সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। তিনি বিদেশে বসে বিদেশি হত্যার করে সরকারকে উৎখাত করতে চান। মানুষ হত্যা করে ক্ষমতায় আসা যাবে না। ধর্মের নামে যারা মানুষ হত্যা করে, এ দেশের মানুষ তাদের ক্ষমা করবে না। আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার।
আজ শুক্রবার বিকেলে বেনাপোল বন্দর পরিদর্শন শেষে বন্দর অডিটরিয়ামে বন্দর উন্নয়ন উপদেষ্টা কমিটির এক সভায় এসব কথা বলেন নৌমন্ত্রী।
শাজাহান খানের সভাপতিত্বে বন্দরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, কাস্টমস কমিশনার এ এফ এম আব্দুল্লাহ খান, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, ২৬ বিজিবির উপ-অধিনায়ক লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান, বন্দরের পরিচালক নিতাই সেন, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুল হক, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান ও প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ মহসিন মিলন।
মন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে দেশে বন্দরগুলো অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর বন্দরগুলোতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এটি আজ লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অচিরেই বেনাপোল বন্দরে সিসি ক্যামেরা বসিয়ে অটোমেশনের আওতায় আনা হবে।
এর আগে সকালে যশোরের স্থলবন্দর বেনাপোলে এক সুধী সমাবেশে বক্তব্য দেন মন্ত্রী। এ সময় বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন পৌরসভার পক্ষে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বেনাপোল বন্দর পরিচালক নিতাই চন্দ্র সেনের সভাপতিত্বে আন্তর্জাতিক বাস টার্মিনালে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার সরকার, পৌর মেয়র আশরাফুল আলম লিটন, কাস্টমস কমিশনার এ এফ এম আব্দুল্লাহ খান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য সুশীল কুমার সাহা।
মন্ত্রী বিকেলে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনসহ জনপ্রতিনিধিদের সঙ্গে বন্দরের উন্নয়ন অগ্রগতি ও বাস্তবায়নসহ অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।