ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী খুন, স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুড্ডা গ্রাম থেকে আজ শনিবার গৃহবধূ ইসরাত জাহান মৌসুমীর লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুড্ডা গ্রামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। আজ শনিবার সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের ভাই জামাল হোসেন অভিযোগ করেন, তাঁর বোন ইসরাত জাহান মৌসুমীর তিন সন্তান রয়েছে। স্বামী ইউসুফ যৌতুকের জন্য প্রায়ই তাঁর বোনকে মারধর করত। শুক্রবার দিবাগত রাতে তাঁর বোনকে মারধর করে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয় ইউসুফ। পরে তাঁদের ফোন করে জানায় ইসরাত আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তাঁরা এসে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে ঘটনার পর থেকে ইউসুফ ও তাঁর পরিবারের লোকজন পলাতক। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকমর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এনটিভি অনলাইকে জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।