বরগুনার ১৫ শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা

সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ১৫ জন গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে শিল্পকলার একাডেমি মঞ্চে বর্ণাঢ্য এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের জন্য মোট ১৫ জন গুণী ব্যক্তিকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে গুণী শিল্পীদের উত্তরীয় পরানো হয়, দেওয়া হয় সম্মাননা সনদপত্র, ক্রেস্ট ও ১০ হাজার টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
এতে বক্তব্য দেন বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাৎ হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান ও খেলাঘর বরগুনা জেলা কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান নসা।
এবার ১৫ জন গুণী শিল্পীর মধ্যে ২০১৬ সালের জন্য নাট্যকলায় মো. দেলোয়ার হোসেন, যাত্রাশিল্পে মো. আবদুস ছোবাহান, লোকসংস্কৃতিতে মো. ইদ্রিস আলী খান, যন্ত্রশিল্পে মো. সোহরাব হোসেন হাওলাদার ও কণ্ঠ সংগীতে মো. নুরুল আমীন চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়।
২০১৭ সালে যাত্রাশিল্পে বলরাম সোমদ্দার, সৃজনশীল সংগঠক হিসেবে অ্যাডভোকেট মো. শাহজাহান, কণ্ঠশিল্পে মোশতাক আহাম্মেদ, নাট্যকলায় স্বপন সিদ্দিকী ও যন্ত্রসংগীতে কালিদাস রায়কে সম্মাননা দেওয়া হয়।
অন্যদিকে, ২০১৮ সালে যাত্রাশিল্পে অমলচন্দ্র শীল, সাংস্কৃতিক সংগঠক চিত্তরঞ্জন শীল, কণ্ঠশিল্পে নিখিল হাওলাদার, নাট্যকলায় রতন সাহা ও চলচ্চিত্রশিল্পে মীর সাব্বিরকে সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা উপলক্ষে প্রকাশিত হয়েছে একটি স্মারকগ্রন্থ। এ ছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।