যশোরে বিশেষ ইজতেমা শেষ, আখেরি মোনাজাতে ঢল

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে যশোরের বিশেষ ইজতেমা। আজ শনিবার বেলা ১২টায় আখেরি মোনাজাতে ইজতেমাস্থলে লাখো মানুষের ঢল নামে।
মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের শুরা সদস্য তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা আহম্মদ হোসাইন।
গত বৃহস্পতিবার যশোর উপশহর মাঠে শুরু হয় তিনদিনের এ বিশেষ ইজতেমা। মোনাজাতে অংশ নিতে আজ ফজরের নামাজের পর থেকেই মুসল্লিদের ঢল নামতে থাকে ইজতেমাস্থল উপশহর মাঠের দিকে। মোনাজাত শুরুর আগেই উপশহর মাঠ ও সংলগ্ন এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। আখেরি মোনাজাতে ইজতেমাস্থলে আগত ও বাইরে থাকা সবার হেদায়েত কামনা করা হয়। মুসলিম উম্মাহ যাতে সহি-সালামতে ইমানের সঙ্গে দুনিয়ার সব কাজকর্ম পরিচালনা করতে পারে, সে জন্য মহান আল্লাহর করুণা ভিক্ষা করা হয়।
গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের জায়গা সংকুলান না হওয়ায় কয়েক বছর ধরে দুই পর্বে বিশ্ব ইজতেমা হচ্ছে। ২০১৬ সালে জানুয়ারিতে ঢাকা ও আশপাশের ৩২ জেলার মুসল্লিরা টঙ্গীতে ইজতেমায় অংশ নেবেন। বাকিরা নিজ নিজ এলাকায় বিশেষ ইজতেমায় অংশ নেবেন। তারই অংশ হিসেবে যশোরে এই বিশেষ ইজতেমা অনুষ্ঠিত হলো বলে তাবলিগের মুরুব্বিরা জানিয়েছেন।