পদ্মা সেতুর আদলে প্রতিমা মঞ্চ

পদ্মা সেতুর আদলে তৈরি কৃত্রিম সেতুর ওপর প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের নজর কেড়েছে খুলনার ডুমুরিয়া কেন্দ্রীয় কালিবাড়ী মঠ মন্দির কর্তৃপক্ষ। সেতুর ওপর স্থাপন করা হয়েছে দুর্গা, অসুর, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতীসহ ১১৫টি প্রতিমা। এসব প্রতিমার পাশাপাশি তাদের বাহন সিংহ, মহিষ, ময়ূর, ইঁদুর, পেঁচা ও রাজহাঁসের প্রতিকৃতিও স্থাপন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা তা দেখতে আসছে। ১২ জন কর্মী প্রায় আড়াই মাস কর্মযজ্ঞের পর এই সেতুর ওপর প্রতিমা মঞ্চ তৈরি করেছেন।
ডুমুরিয়া কেন্দ্রীয় কালিবাড়ী মঠ মন্দিরের সাধারণ সম্পাদক তপন কুমার সাহা বলেন, পূজা কমিটির সবার সম্মতিক্রমে এবার দক্ষিণবঙ্গ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সেতুর ওপরেই প্রতিমা স্থাপন করা হয়েছে। মানুষজন দেখে আনন্দ পাবে, এজন্যই আমরা এই পদ্মা সেতু তৈরি করেছি।
এবার খুলনা মহানগরীতে ১২৭টি এবং জেলার নয়টি উপজেলায় ৮১৪টি মিলে মোট ৯৪১টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ প্রশাসন পুজা মণ্ডপগুলোকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং সাধারণ তিনটি ক্যাটাগরিতে ভাগ করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে। পূজা উদযাপন পরিষদকে ৪১ দফা নির্দেশনাও দিয়েছে পুলিশ।
খুলনা মহানগরীর ধর্মসভা, হাসপাতাল ঘাট, বড়বাজার, শীতলা বাড়ির মণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।