মেহেরপুর সরকারি কলেজে শিক্ষকদের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

মেহেরপুর সরকারি কলেজে বিভিন্ন খাতে শিক্ষকদের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। আজ শনিবার দুপুর ১২টার দিকে সরকারি কলেজ চত্বরে কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা রুবেল। এ সময় বক্তব্য দেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা পোলেন, আনন্দ, জুলফিকার আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চার বছর ধরে কলেজে কোনো সাংস্কৃতিক, ধর্মীয় ও ক্রীড়া অনুষ্ঠান হয়নি। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির সময় এই বাবদ টাকায় আদায় করা হয়। এ ছাড়া কলেজের উন্নয়ন বাবদ টাকা নেওয়া হলেও কোনো উন্নয়ন এখনো হয়নি। কলেজের লাইব্রেরি, কমনরুম, নাইটগার্ড, পিয়নসহ বিভিন্ন খাতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়। কিন্তু সেই টাকাগুলো খরচ না করে কলেজের শিক্ষকরা তা ভাগ-বাটোয়ারা করেছেন বলে অভিযোগ করেন ছাত্রলীগ নেতারা।