খুলনায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেখা মল্লিক (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
রেখা মল্লিক যশোরের কেশবপুর উপজেলার চিত্ত মল্লিকের স্ত্রী।
খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, গত শনিবার হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন রেখা মল্লিক। গতকাল রাত পৌনে ১১টায় তাঁর মৃত্যু হয়। ডেঙ্গু ছাড়াও তিনি কিডনি ও হৃদরোগে আক্রান্ত ছিলেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে জানা গেছে, বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত নয় হাজার ১১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
সরকারি তথ্যমতে, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৯ হাজার ৯৩০ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ফিরে গেছেন ৮৮ হাজার ৩৫৬ জন।
ডেঙ্গুর প্রাদুর্ভাব এ বছর এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ভয়াবহ আকার ধারণ করেছিল। তবে গত সেপ্টেম্বরের শুরু থেকে পরিস্থিতির উন্নতি হওয়া শুরু হয় এবং বর্তমানে কমে আসছে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ৩৩৮ জন। তাঁদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৪৭০ জন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ বছর ডেঙ্গু সন্দেহে ২৩৬টি মৃত্যুর তথ্য পেয়েছে। এর মধ্যে সংস্থাটি এ পর্যন্ত ১৩৬টি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে ৮১টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।