ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

সারা দেশের মতো নীলফামারীতেও ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আজ শনিবার সকাল ৯টায় নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এ সময় সিভিল সার্জন আবদুর রশীদ, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল হালিমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলার ছয় উপজেলা এবং চারটি পৌরসভায় এবার মোট এক হাজার ৬৬৩টি কেন্দ্রের মাধ্যমে তিন লাখ ২৮ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ছয় মাস হতে ১১ মাস বয়সী শিশু ২৮ হাজার এবং ১২ মাস হতে ৫৯ মাস পর্যন্ত শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৫০ হাজার।