রাজশাহীতে পরিবহন ধর্মঘটের ডাক কাল থেকে

নসিমন, করিমনসহ মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে রাজশাহীতে কাল রোববার ভোর ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের ফলে আগামীকাল ভোর ৫টা থেকে রাজশাহী থেকে কোনো বাস ছেড়ে যাবে না, কোনো বাস প্রবেশও করতে পারবে না।
ধর্মঘটের সমর্থনে আজ শনিবার বিকেলে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
ধর্মঘটের কারণ সম্পর্কে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব আলী বলেন, মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধে তাঁরা প্রশাসনকে বারবার আলটিমেটাম দিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি। বরং মহাসড়কে সাম্প্রতিক সময়ে অবৈধ যানবাহনের চলাচল বেড়েছে। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের ফলে বাসমালিক ও শ্রমিকদের লোকসান গুনতে হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনাও বেড়েছে। এর প্রতিবাদে রোববার ভোর ৫টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত রাজশাহী জেলায় পরিবহন ধর্মঘট পালন করা হবে।
পরিবহন সেক্টরের এ দুই নেতা ঘোষণা দেন, এরপরও যদি প্রশাসন অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে গোটা বিভাগে ধর্মঘট ডাকা হবে। তাঁদের দাবি আদায় করা হবেই।
এদিকে ধর্মঘট প্রতাহারের জন্য প্রশাসনের পক্ষ থেকে সড়ক পরিবহন গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী।
এর আগেও একই দাবিতে দফায় দফায় ধর্মঘট পালন করেছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়ন। আবার ধর্মঘট ডেকে পরক্ষণেই প্রত্যাহারেরও ঘটনা ঘটেছে একাধিকবার।