ডেঙ্গুতে খুমেক হাসপাতালে যশোরের গৃহবধূর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক ) হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অষ্টমী সেন (৪৫) নামে যশোরের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ওই গৃহবধূ খুমেক হাসপাতালে ভর্তির দেড় ঘণ্টার পর মারা যান।
গৃহবধূ অষ্টমী সেন যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল এলাকার চন্দন সেনের স্ত্রী।
খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শিবেন্দু মিস্ত্রী ডেঙ্গুতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে খুলনার সিভিল সার্জান ডা. আব্দুর রাজ্জাক জানান, এ নিয়ে খুলনায় মোট ১৮ রোগীর মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় খুলনা নতুন ১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এবং বর্তমানে খুলনায় মোট ৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।