ব্রাহ্মণবাড়িয়ায় ডিসি কাপ ফুটবলে সদর উপজেলা চ্যাম্পিয়ন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/14/photo-1447516367.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় সদর উপজেলা দল ১-০ গোলে আশুগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
আজ শনিবার স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে চূড়ান্ত খেলা হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, ১২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেগম লুৎফুর নাহার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু।
খেলা শেষে বিজয়ী দলের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। তিনি বলেন, রাজধানী ঢাকার অত্যন্ত কাছের জেলা ব্রাহ্মণবাড়িয়া। এ জন্য এখানকার স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে গড়ে তুলতে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।