চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের তেররশিয়ায় প্রমত্তা পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় বাবা-ছেলে। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের তেররশিয়ায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবরিদল তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান জানান, তেররশিয়া দক্ষিণ পাকা গ্রামের সাহাবুদ্দীন (৫২) ও তার ছেলে আব্দুল্লাহ (১৬) আজ মঙ্গলবার সকালের দিকে টিনের তৈরি ডিঙ্গি নৌকা নিয়ে পদ্মায় মাছ ধরতে যায়। একপর্যায়ে পদ্মার প্রবল স্রোতে ডিঙ্গি নৌকাটি ডুবে তারা নিখোঁজ হয়। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাবের আলী জানান, খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে। বন্যায় ভরা পদ্মার তীব্র স্রোতের কারণে বিস্তৃত এলাকাজুড়ে উদ্ধার অভিযান চালাতে হচ্ছে।