কুড়িগ্রামে নারী উন্নয়ন ফোরাম গঠন

কুড়িগ্রামে আজ শনিবার সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা নারী উন্নয়ন ফোরাম গঠনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
কুড়িগ্রামে জেলা নারী উন্নয়ন ফোরাম গঠনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক এস এস আবু হোরায়রার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
শেষে জেলার নয় উপজেলার নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়ে ভোটের মাধ্যমে ১১ সদস্যবিশিষ্ট ফোরাম গঠন করা হয়। এ সময় সব উপজেলার পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গভর্নেন্স প্রজেক্টের সহায়তায় দিনব্যাপী এ অনুষ্ঠানে বক্তব্য দেন চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী বীরবিক্রম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম প্রমুখ।
কর্মশালাটি পরিচালনা করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন ও উলিপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার।