মুন্সীগঞ্জে ডাকাত সন্দেহে আটক পাঁচ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ডাকাত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোর ৫টার দিকে উপজেলার চালতিপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ জানায়, ভোরে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলায় টহল জোরদার করা হয়। এ খবর পাওয়ার পর ডাকাতি না করে চলে যাওয়ার সময় চালতিপাড়া এলাকায় পুলিশ টহল দলের সামনে পড়ে ডাকাত দল। পুলিশ ধাওয়া দিলে সেই দলের কয়েকজন সদস্য পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে পড়ে। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। এখনো কয়েকজন এই কচুরিপানার নিচে লুকিয়ে আছে। তাদের আটকের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, আটকের সময় ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন—জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সামসুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান, উপপরিদর্শক (এসআই) হানিফ সরকার, এসআই আমিনুল ইসলাম, পুলিশ কনস্টেবল জিহাদ ও সুব্রত।
পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ডাকাতি করার প্রস্তুতির কথা স্বীকার করেছে। পলাতকদের ধরতে এখনো পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিরাজদীখান থানায় আজ দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।