জাপা নেতা হত্যার বিচারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়নের জাতীয় পার্টির নেতা আতিকুর রহমান রাজার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা।
আজ রোববার দুপুরে নাগেশ্বরী উপজেলা শহরের নাগেশ্বরী-ফুলবাড়ী এবং ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেয়। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ৭ অক্টোবর কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এর খালাতো ভাই ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আতিকুর রহমান রাজাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল করিমসহ ১৭ জনের নামে কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি আটক হয়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় পার্টির নেতা রাজার হত্যাকারীরা চিহ্নিত হলেও অজ্ঞাত কারণে পুলিশ তাঁদের আটক করছে না। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের ধরতে না পারলে আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান বক্তারা।
মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহ্বায়ক ও কেদার ইউনিয়নের চেয়ারম্যান আ খ ম ওয়াজিদুল কবীর, সাধারণ সম্পাদক রনি মোল্লা, যুব সংহতির সভাপতি মানিক, নিহতের ছোট ভাই আজিজুল হক রানা প্রমুখ।