সাতক্ষীরায় ৬০ ড্রাম ভারতীয় ফরমালিন জব্দ

ভারত থেকে চোরাইপথে পাচার করে আনা ৬০ ড্রাম ভর্তি ৩০০ লিটার ফরমালিনসহ গ্রেপ্তার কাশেম ফকির। ছবি : এনটিভি
ভারত থেকে চোরাইপথে পাচার করে আনা ৬০ ড্রাম ভর্তি ৩০০ লিটার ফরমালিন জব্দ করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিতুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকালে দেবহাটা উপজেলার কুলিয়ার একটি মাছের হ্যাচারি থেকে ৬০ ড্রাম ভারতীয় ফরমালিন জব্দ করা হয়। ভারত থেকে চোরাইপথে পাচার করে আনা এই ফরমালিন হিমায়িত খাদ্য ও মাছ এমনকি ফল সংরক্ষণে ব্যবহার করা হতো।
ওসি আরো জানান, অভিযানে ফরমালিন পাচারের সঙ্গে জড়িত কাশেম ফকির নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।