মোংলায় নৌ থানার ওসির বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

টাকা ও টোকেন বাণিজ্য এবং অহেতুক হয়রানিসহ নানা অভিযোগে মোংলার চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন শরিফের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপাই ইউনিয়নের চিলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতাকালে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, নৌ থানার ওসি আবুল হোসেন শরিফ নিরীহ মানুষকে ক্রসফায়ার ও ডাকাতির মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেন।
মানববন্ধনে ওসির অর্থ বাণিজ্য ও নানা অনিয়মের বিষয় তুলে ধরেন চিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আকবর হোসেন। এ সময় তিনি বলেন, জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ নানা পেশাজীবীদের সুন্দরবনের অভ্যন্তরে ও পশুর নদে যাতায়াত করতে ওসি আবুল হোসেন শরিফের কাছ থেকে বিশেষ টোকেন নিতে হয়। ৫০০ টাকা করে এই টোকেন কার্ড সংগ্রহ করতে হয় বলেও জানান চেয়ারম্যান গাজী আকবর।
মানববন্ধনে আরো বক্তব্য দেন চিলা ইউপির সদস্য আবদুল হালিম, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মজিবর রহমান শেখ, স্থানীয় বাসিন্দা সলেমান শেখ, মো. সেলিম প্রমুখ।
এ বিষয়ে ওসি আবুল হোসেন শরিফ বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন মানববন্ধনে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। তাঁর ভাতিজা ফারুককে জুয়া খেলার অভিযোগে আটক করায় তিনি এসব মিথ্যা অভিযোগ সাজিয়েছেন। আর টোকেন বাণিজ্যের প্রমাণ করতে পারলে আমার যা শাস্তি হবে, তা আমি মেনে নেব।’