নড়াইলে শিশুকে হত্যা, বাবা-মামা আটক

নড়াইলের লোহাগড়া পৌর এলাকার সিঙ্গা এলাকায় রমজান (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় ওই এলাকার একটি বাগানের পাশের নালায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির বাবা ইলু শেখ ও মামা ইউছুফ শেখকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শিশু রমজান সিঙ্গা-মশাঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করত। গতকাল বুধবার সকালে স্কুলে গিয়ে সে আর ফিরে আসেনি। সন্ধ্যায় তার লাশ পাওয়া যায়।
শিশুটির মা মারিয়ার সঙ্গে বিবাহিত ইলু শেখের অবৈধ সম্পর্কের জেরে রমজানের জন্ম হয়। মারিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সামাজিক চাপে মারিয়াকে বিয়ে করেন ইলু শেখ। কিছুদিন পরে মারিয়াকে তালাকও দেন ইলু শেখ। পরে রমজানের ভরণ-পোষণের দাবি করে মারিয়ার পরিবার মামলা করে। এতে প্রতি মাসে টাকা দিতে হতো ইলু শেখকে। কয়েক মাস টাকা বাকি থাকায় কারাগারেও যেতে হয়েছিল ইলু শেখকে।
এ ঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকাররম হোসেন বলেন, ‘উভয় পরিবারই সন্দেহের তালিকায় আছে। শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’