রাজশাহীতে আটক ভারতীয় নাগরিক জেলে, বিজিবির তদন্ত শুরু

রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে ইলিশ ধরতে এসে আটক ভারতীয় জেলে প্রণব মণ্ডলকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে দুটি মামলায় রাজশাহী আমলি আদালতের (চারঘাট) বিচারক শাহনাজ পারভীনের আদালতে নেওয়া হয় প্রণবকে। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুণ্ডু জানান, বিজিবির করা দুটি মামলার মধ্যে একটিতে প্রণবের বিরুদ্ধে বাংলাদেশি জলসীমায় অবৈধ অনুপ্রবেশ এবং অন্য মামলায় অবৈধ কারেন্ট জাল দিয়ে বেআইনিভাবে মাছ শিকারের অভিযোগ আনা হয়েছে।
আটক প্রণব ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ছিড়াচর গ্রামের বসন্ত মণ্ডলের ছেলে।
রাজশাহীর আদালতের পরিদর্শক আবদুস সবুর জানান, আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় নাগরিক প্রণব মণ্ডলকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, বিজিবি ও বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনার তদন্ত শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার সকালে রাজশাহী-১ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদের নেতৃত্বে বিজিবির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেছে। একই সঙ্গে বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে আতঙ্কিত না হতে বলা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে চারঘাট উপজেলার পদ্মা-বড়ালের মোহনা শাহরিয়ার খাল এলাকায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরছিলেন প্রণব মণ্ডলসহ তিন ভারতীয় জেলে। মা ইলিশ রক্ষায় বিজিবি ও মৎস্য অধিদপ্তরের একটি দল তাদের ইলিশ ও কারেন্ট জালসহ আটক করে। এ সময় নৌকা নিয়ে পালিয়ে যায় অন্য দুই ভারতীয় জেলে। আটক হয় প্রণব মণ্ডল। আটকের পর পদ্মার এই পাড়ে নেওয়া হলে তাকে ছাড়িয়ে নিতে নৌযানসহ চার বিএসএফ সদস্য বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে। তারা বিজিবির টহল দলের কাছে এসে ওই জেলেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় বিজিবিও। এ সময় গুলি ছুড়তে ছুড়তে পিছু হটে বিএসএফ সদস্যরা।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে চারঘাটের শাহরিয়ার বাঁধ এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এক বিএসএফ জওয়ান নিহত এবং আরেক জওয়ান আহত হওয়ার দাবি করে বিএসএফ।