ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ৮৫ জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতাসহ বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।