ভারত থেকে আসছে বিষাক্ত পানি, ঝুঁকিতে ছয় গ্রামের মানুষ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/17/photo-1447702145.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের খাল দিয়ে ভারতের ত্রিপুরা থেকে আসছে রাসায়নিক বর্জ্য মিশ্রিত বিষাক্ত দুর্গন্ধযুক্ত পানি। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থল বন্দর এলাকার ছয়টি গ্রামের পরিবেশ, ঝুঁকিতে আছে এসব এলাকার মানুষের স্বাস্থ্য।
এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবিতে আখাউড়া স্থল বন্দরে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহনেওয়াজ। মানববন্ধনে বক্তারা বলেন, আগরতলা সীমান্ত এলাকায় স্থাপিত কল কারখানার রাসায়নিক বর্জ্য মিশ্রিত কালো বির্ষাক্ত দুর্গন্দযুক্ত পানি খাল দিয়ে প্রবাহিত হওয়ায় আখাউড়া স্থল বন্দর এলাকার প্রায় ছয়টি গ্রামের মানুষ বিভিন্ন অসুখ, ফসলের ক্ষতি ও পরিবেশ দূষণসহ নানা দুর্ভোগের শিকার হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের বাঁচাতে অবিলম্বে এ দূষিত পানি বন্ধের জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা। মানববন্ধনে কয়েকশ নারী ও পুরুষ অংশ নেয়।