মানবপাচার মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, ‘মানবপাচার মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘মানবপাচার মোকাবিলায় বাংলাদেশের কার্যকরী পদক্ষেপের বিষয়টি চোখে পড়ার মতো। যুক্তরাষ্ট্র সরকার এ বিষয়ে সহযোগিতা করতে খুবই আন্তরিক।’
আজ বুধবার সকালে সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে তিন দিনের সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রবার্ট মিলার।
বাংলাদেশের পরিবেশ রক্ষায় সফলতা অব্যাহত রাখতে এবং প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট উভয় ধরনের দুর্যোগের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংরক্ষিত অঞ্চলগুলোর সুরক্ষায় বিশেষ পদক্ষেপের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন রবার্ট মিলার। এ ছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চল নতুন নতুন প্রযুক্তি, পরিবেশ এবং নিরাপত্তাগত চ্যালেঞ্জের মুখোমুখি এবং বাংলাদেশের লক্ষ্যণীয় প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একত্রে কাজ করার সম্মতি প্রকাশ করেন তিনি।
তিন দিন সফরে সিলেটের বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শন করার পাশাপাশি ব্যবসায়ী নেতারাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করেন মিলার।