ড্রেজিং নিয়ে আশুগঞ্জে মতবনিমিয় সভা অনুষ্ঠিত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/17/photo-1447774934.jpg)
ঢাকা-চট্টগ্রাম-আশুগঞ্জ নৌপথে মেঘনা নদীসহ বিভিন্ন সংযোগ নদী ড্রেজিং বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় হোটেল আর জে টাওয়ারের হল রুমে এই সভা হয়।
অভ্যন্তরীণ নৌপথ বিশেষজ্ঞ সৈয়দ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌসী আক্তার, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অছির উদ্দিন। উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আইয়ুব খান, উপজেলা সুজনের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক সম্ভাব্যতা যাচাই শেষ। এরই মধ্যে বিশ্বব্যাংক ঢাকা-চট্টগ্রাম-আশুগঞ্জ নৌপথ ড্রেজিং প্রকল্পে অর্থায়ন করতে আনুষ্ঠানিকভাবে রাজি হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ৩৩ হাজার কোটি টাকা ব্যয় হবে। পুরো টাকাই বিশ্বব্যাংক দেবে। এ মাসের মধ্যেই চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই শেষ হবে। আগামী চার মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম-আশুগঞ্জ নৌপথ ড্রেজিংয়ের কাজ শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধান অতিথি আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ বলেন, বিশ্ব ব্যাংকের অর্থিক সহযোগিতায় অভ্যন্তরীণ নৌপরবিহন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ঢাকা-চট্টগ্রাম-আশুগঞ্জ নৌপথ ড্রেজিং প্রকল্প দেশের জন্য একটি বড় প্রকল্প।