পঞ্চগড়ে জামায়াত-বিএনপির ৫ নেতা-কর্মী আটক

পঞ্চগড় জেলা জামায়াতের আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল খালেকসহ জামায়াত-বিএনপির পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আটক অন্য ব্যক্তিরা হলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপির কর্মী মোশাররফ হোসেন মুহুরী, জামায়াত কর্মী বাবু ও বকুল।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিউল গনি এনটিভি অনলাইনকে বলেন, জামায়াত-বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে।