আবার দায় স্বীকার করল ‘আইএস’

দিনাজপুরে ইতালীয় ধর্মযাজকের ওপর হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ‘আইএস’। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি পর্যবেক্ষণ সংস্থা ‘সাইট’ এ তথ্য দিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশে ইতালীর ধর্মযাজকদের ওপর হামলার ব্যাপারে আইএসের করা একটি উদ্বৃতিও প্রকাশ করেছে ‘সাইট’। সেখানে বলা হয়, ‘বাংলাদেশে খিলাফতের সৈন্যরা কিছু অনন্য অপারেশন পরিচালনা করছে... ইতালিয়ান ক্রুসেডার পিয়েরে পারোলারিকে টার্গেট করাও এর অংশ।’
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস টার্মিনালসংলগ্ন এলাকায় পিয়েরেকে গুলি করে দুর্বৃত্তরা। এর পর শুরুতে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পিয়েরে বর্তমানে আশঙ্কামুক্ত।
দুর্বৃত্তদের গুলিতে আহত ডা. পিয়েরে এ দেশে তিন দশক ধরে অসহায়-দরিদ্র মানুষকে চিকিৎসা দিয়ে আসছেন। সুইহারি ক্যাথলিক মিশন পরিচালিত ভিনসেন্ট হাসপাতালে তিনি কর্মরত। দিনাজপুর শহরেই তিনি বসবাস করেন।
এ ব্যাপারে দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, ‘এ হামলার জন্য দায়ী প্রকৃত দোষীদের ধরা না পর্যন্ত আমরা বলতে পারছি না এ হামলার পেছনে কোন গ্রুপ দায়ী।’ তিনি আরো বলেন, ‘বিদেশিদের ওপর করা পূর্বের হামলাগুলোর সঙ্গে এর মিল আছে।’
তিন বিদেশির ওপর করা হামলার ঘটনাতে দুর্বৃত্তরা মোটরসাইকেল ব্যবহার করেছে। সরকার এরইমধ্যে দাবি করেছে, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।
এর আগে ঢাকায় এক ইতালীয় নাগরিক ও হোসেনি দালানে তাজিয়া মিছিলে হামলা এবং রংপুরে জাপানি নাগরিকের ওপর হামলার দায়ও স্বীকার করেছিল ‘আইএস’। ‘সাইট’-এ সেই বিবৃতিও প্রকাশ করা হয়েছিল।