সিফাতের স্বামীর জামিন নামঞ্জুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলায় স্বামী আসিফ ওরফে পিসলির জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলতাফ হোসেন এ জামিন আবেদন নামঞ্জুর করেন।
এদিকে মামলায় সিফাতের তৃতীয় ময়নাতদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তার আবেদন খারিজ করে দিয়েছেন মহানগর হাকিম আদালত।
অন্যদিকে চাঞ্চল্যকর এ মামলায় জামিনে থাকা আসামী সিফাতের শ্বশুর ও শাশুড়িকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাবির গণযোগাযোগ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে মানববন্ধন করেছে।
সিফাত হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী দিল সিতারা চুনি জানান, দ্বিতীয় দফা ময়নাতদন্তে সিফাতকে হত্যা করা হয়েছে বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু মামলার তদন্তকারী সিআইডি কর্মকর্তা আসামিদের সঙ্গে যোগসাজশ করে ময়নাতদন্তকে প্রভাবিত করার জন্য তৃতীয় দফা ময়নাতদন্তের জন্য মহানগর হাকিম আদালতে আবেদন করেছিলেন।
মহানগর হাকিম মোকশেদা আসগার সিআইডি কর্মকর্তার এ আবেদন খারিজ করে দিয়ে আদেশে বলেছেন, ‘তদন্ত কর্মকর্তার আবেদন মামলার কালক্ষেপণ ছাড়া আর কিছু নয়।’
গত ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রমজানের বাড়িতে রহস্যজনক মৃত্যু হয় গৃহবধূ ওয়াহিদা সিফাতের। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। প্রথমে সিফাত আত্মহত্যা করেছে বলে শশুরবাড়ির লোকজন দাবি করলেও দ্বিতীয় দফা ময়নাতদন্তে তাঁকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।