অন্য দল থেকে আ. লীগে যোগদান চলছেই

প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে বিএনপি ও জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান অব্যাহত আছে। আজ শুক্রবারও কুড়িগ্রামে বিএনপি ও জাতীয় পার্টি (জাপা) থেকে তিন শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। নবাগত নেতা-কর্মীদের জেলা আওয়ামী লীগের নেতারা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এদের মধ্যে কয়েকজন বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিও আছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ নভেম্বর তাঁর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপি-জামায়াত থেকে কাউকে আওয়ামী লীগে না নেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন।
সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আমাদের যথেষ্ট লোকবল আছে, সমর্থন আছে। বিএনপি-জামায়াতের লোক ভালো হয়েছে মনে করে যুবলীগ, ছাত্রলীগ বা স্বেচ্ছাসেবক লীগে যেন যোগদান করানো না হয়। কারণ এরা যে অপরাধ করেছে, এরা মানুষের জাত না। অনেক সময় গ্রুপিংয়ের দল ভারী করার জন্য নেওয়া হয়, আমি কিন্তু এর বিপক্ষে। বিএনপি-জামায়াতের কাউকে আর আওয়ামী লীগে গ্রহণ করা হবে না।’
প্রধানমন্ত্রীর এ নির্দেশের পরও আজ কুড়িগ্রামে বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন। দুপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ যোগদান অনুষ্ঠান ও সমাবেশের আয়োজন করা হয়।
কুড়িগ্রামের জিরো পয়েন্টের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশের শুরুতেই বিভিন্ন দল থেকে আসা নেতা-কর্মীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল ও সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য জাফর আলী ফুল দিয়ে বরণ করে নেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, নবাগতদের পক্ষে কুড়িগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা আনিছুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর টুংকু মিয়া, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জাতীয় পার্টির নেতা আবদুল মালেক প্রমুখ।
বক্তারা নবাগতদের উদ্দেশে বলেন, ‘শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব সময় আপনাদের রাজপথে থাকতে হবে।’