মংলায় হাজি নূর মোহাম্মদ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

মংলায় হাজি নূর মোহাম্মদ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় হলদিবুনিয়া মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল।
মংলা ক্রীড়া পরিষদের আয়োজনে ও মেসার্স নূরু অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী এইচ এম দুলালের অর্থায়নে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে এইচ এম দুলাল বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। এ ছাড়া মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া পরিষদের আহ্বায়ক শেখ কামরুজ্জামান জসিমসহ স্থানীয় বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নিচ্ছে।
এর আগে সকাল ১০টায় মংলায় একটি স্টেডিয়াম নির্মাণের দাবিতে পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে মংলা ক্রীড়া পরিষদ।