লেখক ও নাট্যশিল্পী প্রশান্ত হালদারের বাড়িতে আগুন, উদ্বেগ ও নিন্দা

ঝিনাইদহের কালীগঞ্জে লেখক ও নাট্যশিল্পী প্রশান্ত কুমার হালদারের বাড়িতে আগুনের ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলার রাখালগাছি ইউনিয়নের রঘুনাথপুর হালদার বাড়িতে গতকাল শনিবার (২৪ মে) বিকেলে পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে প্রশান্ত হালদারের বাড়িতে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন নাট্যাঙ্গনের বিভিন্ন ব্যক্তি। বিশেষ করে ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়ে পরিবারটির নিরাপত্তা ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার মধ্যরাতের এ ঘটনায় চার লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রশান্ত কুমার হালদার।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা গতকালও ঘটনাস্থলে গিয়েছিলাম।
প্রশান্ত হালদারের বোন শ্রাবণী হালদার রাখী দৈনিক ভোরের কাগজ পত্রিকার বিনোদন বিভাগের প্রধান। শ্রাবণীর স্বামী মনোজ দে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদকীয় সহকারী।
এনটিভি অনলাইনকে প্রশান্ত কুমার হালদার রোববার (২৫ মে) সকালে বলেন, “বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে। মূল বাসভবন দোতলার পেছনে প্রাচীর সংলগ্ন একটি খোলা টিনের চালায় বিচালিতে আগুনের সূত্রপাত হয়। এরপর লাগোয়া খড়ির গাদায় এবং ক্রমান্বয়ে টিনের স্টোররুম ও গোয়াল ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

আগুন লাগার ঘটনায় ‘নানা রকম সন্দেহ’হওয়ার কথা তুলে ধরে প্রশান্ত হালদার বলেন, “এর আগেও অজ্ঞাতনামা কেউ রাতের বেলায় আমাদের রান্নাঘরের জানালায় ৩-৪ বার মানুষের মল মাখিয়ে রেখে যায়। একাধিকবার আমাদের টিনের ঘরের চালে ও দোতলা ঘর লক্ষ্য করে আধলা ইট ও ঢিল নিক্ষেপ করে। বিষয়টি নিয়ে আমরা স্থানীয়ভাবে আলোচনা করি। আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তাই এমন কাজ কারা করতে পারে তা অনুমান করতে পারছি না।”
ঘটনার পর স্থানীয় প্রশাসনের সহযোগিতার ব্যাপারে জানতে চাইলে প্রশান্ত হালদার এনটিভি অনলাইনকে বলেন, গতকাল (শনিবার) এসপি, এডিশনাল এসপি, ইউএনও ও ওসি সাহেব এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আমাদের আশ্বস্ত করে গেছেন।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম আজ রোববার (২৫ মে) সকালে এনটিভি অনলাইনকে বলেন, গতকাল (শনিবার) বিকেলে ঘটনাস্থলে গিয়েছিলাম। সে সময় কালীগঞ্জ থানা পুলিশ, জেলা পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রশান্ত হালদারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার এনটিভি অনলাইনকে বলেন, প্রশান্ত হালদার থানায় একটি অভিযোগ দিয়েছেন। গতকাল (শনিবার) পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা পরিবারটিকে সব ধরনের সহযোগিতা করবো।
এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া এনটিভি অনলাইনকে আজ রোববার (২৫ মে) সকালে বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরা গতকাল ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রথমে খড়ের গাদায় আগুনের সূত্রপাত বলে জেনেছি। আমরা প্রশান্ত হালদারকে আইনগত সহায়তা দেওয়ার জন্যে মামলা করার কথা বলেছি। উনি কাউকে সন্দেহ করছেন না বলে মামলা করতে চান না। তবে তার বাড়িটি যেহেতু ফাঁকা জায়গায় তিনি মাঝে মাঝে পুলিশের টহলের কথা বলেছেন। আমরা বিষয়টি নিয়ে তৎপর আছি।

নিন্দা ও প্রতিবাদ
প্রশান্ত হালদার ঢাকার নাট্যদল অনুস্বর এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। প্রায় চার দশক ধরে তিনি লেখালেখি ও নাট্যচর্চায় যুক্ত আছেন। লেখক, নাট্যকার ও অভিনেতা হিসেবেও তার পরিচিতি আছে। তার বাড়িতে আগুনের ঘটনার প্রতিবাদ জানিয়েছে নাট্যদল অনুস্বর, থিয়েটার বিষয়ক পত্রিকা ‘ক্ষ্যাপা’ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এছাড়া ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়ে পরিবারটির নিরাপত্তা ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা।
নাট্যদল অনুস্বর এর দলপ্রধান মোহাম্মদ বারী বলেছেন, “বেশ কিছুদিন ধরেই প্রশান্ত হালদারের গ্রামের বাড়িতে গভীর রাতে ঢিল ছোড়া হত। আমরা মনে করি এই ঘটনা সুপরিকল্পিত। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। অতি দ্রুত তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তার করে শাস্তির দাবি করছি। আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এবং পাশাপাশি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”
থিয়েটার পত্রিকার ক্ষ্যাপার নির্বাহী সম্পাদক অপু মেহেদী বলেন, “যে কোনো নাগরিকের জীবনযাপন নিরাপদ করা রাষ্ট্রের দায়িত্ব বলে আমরা মনে করি। প্রশান্ত হালদার নাট্যাঙ্গনের খুবই পরিচিত মুখ। তার বাড়িতে আগুনের ঘটনার তীব্র নিন্দা জানাই। এই বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে আশা করছি।”