কিশোরগঞ্জে আগুনে ভস্মীভূত ১৫ দোকান

কিশোরগঞ্জের কাচারীবাজারে আজ মঙ্গলবার ভোরে লাগা আগুনে পুড়ে যাওয়া চালের আড়ত। ছবি : এনটিভি
কিশোরগঞ্জ জেলা শহরের কাচারীবাজারে আগুনে পুড়ে গেছে ১৫ দোকান। এর ফলে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দোকান থেকে আগুন লেগে পরে তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নয়টি চালের আড়ত, তিনটি মনিহারি দোকান ও কয়েকটি শাকসবজির দোকান।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মকবুল হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কাচারীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফখরুল হোসাইন জানান, অগ্নিকাণ্ডে কোটি টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে।