মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত, তিনজন আহত

মেহেরপুরের গাংনীর সীমান্তবর্তী সদর উপজেলার ধলা এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় রেজাউল কারিগর (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছে মোটরসাইকেলচালকসহ তিন কিশোর।
আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত রেজাউল কারিগরের বাড়ি সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে।
আহত কিশোররা হলো মোটরসাইকেলের চালক গাংনী পৌরসভার থানাপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে নাঈম হোসেন (১৪), উত্তরপাড়ার সুবহান মিয়ার ছেলে ইমন হোসেন (১৩) ও পূর্ব মালসাদহ এলাকার আমিরুল ইসলামের ছেলে সজিব মিয়া (১৪)।
আহত তিনজনকে শুরুতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় নাঈম হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষক রেজাউল হক ফসলের মাঠে যাচ্ছিলেন। পথে পেছন থেকে দ্রুতগামীর একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই সময় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী আহত হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, স্থানীয় চেয়ারম্যান নিহতের পরিবারের সঙ্গে মধ্যস্থতা করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল আরোহীদের চেয়ারম্যানের হেফাজতে দেওয়া হয়েছে।