কাঁচপুর সেতুতে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর সেতুর শিমরাইল অংশে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ময়মনসিংহের রহমতপুর এলাকার রাকিব ও রংপুরের সাগর।
শিমরাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাস উদ্দিন বলেন, ভোরে কাঁচপুর ব্রিজের শিমরাইল অংশে দুটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকামুখী লেনের প্রায় ২০০ গজ দূরে তাদের দুই চালকের মরদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
ওসি আরও বলেন, নিহতরা একই মালিকের দুটি ট্রাক চালাতেন। এর মধ্যে একটি ট্রাক নষ্ট হয়ে যাওয়ায় অন্য ট্রাক দিয়ে সেটিকে টেনে নেওয়া হচ্ছিল। এ সময় ব্রিজের ডিভাইডারের ওপর দিয়ে গাড়ি উঠানোর চেষ্টা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, চালকেরা হয়ত রাস্তা পার হচ্ছিলেন অথবা অন্য কোনো গাড়ির সাহায্য নিতে চাইছিলেন। তখনই কোনো দ্রুতগামী গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
ওসি জুলহাস উদ্দিন বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।