কারাগারে ডাকা হলো দুই পরিবারকে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পরিবারকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ ডেকে পাঠিয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় সাকা চৌধুরী ও মুজাহিদের সঙ্গে দেখা করার জন্য পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। এটাকেই ‘শেষ দেখা’ বলে মনে করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার আপিল বিভাগে মৃত্যদণ্ডাদেশ বহাল রাখার রায় ঘোষণার পর ওই দুজনের আইনজীবী ও পরিবারের সদসস্যরা তাঁদের সঙ্গে দেখা করেন। সেদিনই রাতেই রায় পড়ে শোনানো হয় তাঁদের।
এর আগে গত ১৮ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদন নিষ্পত্তি করে তাঁদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।
আজ দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, সাকা চৌধুরী ও মুজাহিদ প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে আবেদন করেছেন।