সাকা চৌধুরীর দাফন শেষে ফেরার পথে হামলা, সাংবাদিক গুলিবিদ্ধ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দাফনের খবর সংগ্রহ শেষে ফেরার পথে সাংবাদিকদের বহনকারী গাড়িতে সশস্ত্র হামলা চালানো হয়েছে। এতে বেসরকারি মোহনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাজীব সেন গুলিবিদ্ধ হয়েছেন।
আজ রোববার সকালে সাকা চৌধুরীর গ্রামের বাড়ি রাউজান উপজেলার গহিরায় এ ঘটনা ঘটে। আহত রাজীবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গাড়িতে থাকা একুশে টেলিভিশনের সংবাদকর্মী নয়ন বড়ুয়া ও মোহনা টেলিভিশনের ক্যামেরাপারসন লিমন জানান, তাঁরা ছয়-সাতজন সংবাদকর্মী বিএনপি নেতা সাকা চৌধুরীর দাফনের খবর সংগ্রহ করে ফিরছিলেন। তাঁদের গাড়িটি গহিরা বাজার অতিক্রম করার পর রাস্তার পাশে পূর্ব থেকে দাঁড়ানো দুই সন্ত্রাসী অতর্কিত হামলা করে। এ সময় একজন গাড়ি ভাঙচুর করে এবং অন্যজন গুলি চালায়। এতে রাজীব উরুতে গুলিবিদ্ধ হন। পরে তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় ঘটনাস্থলের আশপাশে থাকা টহল পুলিশের কাছে জানতে চাইলে তারা ‘কিছু হয়নি’ বলে বিষয়টি এড়িয়ে যান।
এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘সংবাদকর্মীদের গাড়িতে গুলি করার ঘটনার কথা শুনেছি। বিষয়টি দেখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পংকজ বড়ুয়া জানান, বেলা সোয়া ১২টার দিকে আহত সাংবাদিক রাজীব সেনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।