টঙ্গীতে জোড় ইজতেমা শেষ হচ্ছে কাল

বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতিমূলক জোড় ইজতেমা শেষ হচ্ছে কাল। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অজুরত কয়েকজন মুসল্লি। ছবি : এনটিভি
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে তাবলিগ জামায়াতের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। শেষ দিনে আল্লাহর সন্তুষ্টি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় হবে বিশেষ মোনাজাত।
মূল ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে গত শুক্রবার শুরু হয় জোড় ইজতেমা। ওই দিন থেকেই টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে চলছে তাবলিগের নেতৃস্থানীয় মুরব্বিদের বয়ান ও আলোচনা। এ ইজতেমায় যোগ দিয়েছেন দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি।
তাবলিগ জামায়াতের রীতি অনুযায়ী, এক থেকে তিন চিল্লায় আল্লাহর রাস্তায় দাওয়াতে বের হওয়া মুসল্লিরাই এ ইজতেমায় অংশ নেন। পাঁচ দিনব্যাপী ইজতেমা শেষে মুসল্লিরা বিভিন্ন কাফেলায় বিভক্ত হয়ে দেশ-বিদেশে বিভিন্ন জায়গায় দ্বীনের দাওয়াত নিয়ে বেরিয়ে পড়বেন। দাওয়াতি কার্যক্রম শেষে মুসল্লিরা মূল ইজতেমায় অংশ নিতে ফিরে আসবেন।