শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ২২ জন আটক

শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সায়মা খাতুন। ফাইল ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সায়মা খাতুনসহ ২২ জনকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল রোববার রাতভর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
শিবগঞ্জ খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সায়েমা খাতুনকে আটক করা হয়েছে একটি চাঁদাবাজি মামলায়।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আটক হওয়া অন্যদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুরের জামায়াতকর্মী আব্দুল্লাহ খানও রয়েছেন। বাকিরা বিভিন্ন নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।