মাগুরায় মদপানে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

বিষাক্ত মদপান করে মাগুরায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় অসুস্থ হয়েছেন আরো এক তরুণ। সোমবার সন্ধ্যায় মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রাজীব কুমার সিকদার (২২) আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি মাগুরা শহরের চালবাজার এলাকার সুকামার কুমার সিকদারের ছেলে। মধ্যরাতে শহরের সাতদোয়া আশ্রমে তাঁকে দাহ করা হয়।
এ সময় অসুস্থ হয়ে পড়া তাঁর বন্ধু তৌহিদুজ্জামান উজ্জ্বলকে (২২) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনিও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বগুড়ার মাটিঢালি এলাকার বাসিন্দা।
নিহত রাজীবের কাকা উজ্জ্বল কুমার সিকদার জানান, কাত্যায়নী পূজার দশমীর (শনিবার) রাতে প্রতিমা বিসর্জনের সময় মদপান করে রাজীব। এতে অসুস্থ হলে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তিনি মারা যান।