বিচারককে কটূক্তি করে বিপাকে আইনজীবী

২০১৩ সালের ১৮ নভেম্বর যশোরের মণিরামপুর উপজেলার আড়ুয়াপাড়া গ্রামের রবীন্দ্রনাথ দের জমির ধান কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আসামি করে আদালতে মামলা করেছিলেন তিনি। আজ মঙ্গলবার যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ছিল।
শুনানিতে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ (বাঘারপাড়া) আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় বিচারক মো. শাজাহান আলী আসামিদের অব্যাহতি দিয়ে মামলাটি খারিজ করে দেন।
এ সময় বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ এজলাস কক্ষের মধ্যেই বিচারক সম্পর্কে মন্তব্য করে বলেন, 'আসামি দ্বারা বায়াস্ট হয়ে গেছেন। তিনি জানেন না, অজ্ঞ, পক্ষপাতদৃষ্ট বিচারক।’
বিচারক এই কথা শোনার সঙ্গে সঙ্গে আইনজীবী আবুল কালাম আজাদকে আটক করে কাঠগড়ায় ওঠানোর জন্য সেখানে থাকা পুলিশকে নির্দেশ দেন। একই সঙ্গে বিচারক ওই আইনজীবীকে তাঁর আচরণের ব্যাপারে ২০ মিনিটের মধ্যে কাঠগড়ায় থেকেই কারণ দর্শানোর নির্দেশ দেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেন।
তবে আইনজীবী আবুল কালাম আজাদ কারণ দর্শানোর কোনো জবাব না দিয়ে ২০ মিনিটের মধ্যেই লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। বিচারক তা মঞ্জুর করে ভবিষ্যতে এ ব্যাপারে আরো সতর্ক হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে এ আদেশের একটি কপি জেলা আইনজীবী সমিতির সভাপতিকে দেওয়ার জন্য নির্দেশ দেন বিচারক।