রাজশাহীতে চলছে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন

চোরাচালান, মানবপাচার বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী সার্কিট হাউসে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের এই সম্মেলন শুরু হয়।
সম্মেলনে রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) মেজবাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের ১৫ জন এবং মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেট রত্নাকর রাওয়ের নেতৃত্বে ভারতের চারজন অংশ নিয়েছেন।
বাংলাদেশের প্রতিনিধিদলে আরো রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুরের ডিসি, পুলিশ সুপার (এসপি) এবং ৩৭ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক, ৯ বিজিবির অধিনায়ক (সিও) এবং ৬ বিজিবির পরিচালক।
ভারতের প্রতিনিধিদলে মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেট ছাড়াও রয়েছেন পুলিশ সুপার সি সুধাকর, নদীয়ার জেলা ম্যাজিস্ট্রেট বিজয় ভার্টি ও পুলিশ সুপার ভারাত লাল মীনা।
সম্মেলনের বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, আজকের সম্মেলন শেষে একটি সংবাদ সম্মেলন করা হবে। এতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।