গাংনীতে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

মেহেরপুরের গাংনীতে খাদিজা আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী বাজারে খাদিজা আশরাফ ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে তিন হাজার পাঁচশ শীতার্ত নারী ও পুরুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
এ আয়োজনে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও খাদিজা আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম ভেন্ডার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু প্রমুখ।