বাংলাদেশ ও ভারতের ডিসি-ডিএম পর্যায়ে বৈঠক শুরু

কুড়িগ্রামে দুই দিনব্যাপী বাংলাদেশ ও ভারতের ডিসি (জেলা প্রশাসক)-ডিএম (জেলা হাকিম) পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের নেতৃত্বে অংশ নিয়েছেন পুলিশ সুপার মো. তবারক উল্লাহ, ৪৫ বিজিবি পরিচালক লে. কর্নেল মো. জাকির হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবর রহমান পাটোয়ারীসহ আট সদস্যের প্রতিনিধিদল।
অন্যদিকে, ভারতের পক্ষে অংশ নিয়েছেন আসাম রাজ্যের ধুবরি জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও ধুবরি জেলা নির্বাচন অফিসার দিগন্ত দাস।
বৈঠকে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা, চোরাচালান প্রতিরোধ, সোনাহাট স্থলবন্দরের উন্নয়ন, দুই জেলার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময়সহ ছয়টি বিষয়ে আলোচনা হওয়ার কথা আছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনের বৈঠক আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।