রাবি ছাত্র ইউনিয়নের দুইদিনব্যাপী সম্মেলন শুরু

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের দুইদিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি লাকী আক্তার।
‘হোক বিদ্রোহ যৌবনের চনমনে রোদে সাম্রাজ্যবাদ-জঙ্গিবাদ-শিক্ষাবাণিজ্য প্রতিরোধে’ স্লোগানে এই ২৯তম সম্মেলনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সাম্রাজ্যবাদ-জঙ্গিবাদ-শিক্ষাবাণিজ্য প্রতিরোধে কাজ করার শপথ গ্রহণ করেন রাবি ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা।
উদ্বোধন শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরির পেছনে ছাত্র সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রাবি সংসদের সাবেক সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেন, ‘প্যারিসে হামলাকারী জঙ্গিদের হামলার কয়েকদিনের মধ্যে শনাক্ত করা হয়। কিন্তু আমাদের দেশে একের পর এক ব্লগার, লেখক, প্রকাশকসহ মুক্তবুদ্ধির পক্ষের মানুষদের হত্যা করা হচ্ছে। কিন্তু তাদের গ্রেপ্তার তো দূরের কথা শনাক্তও করতে পারছে না সরকার।’
গোলাম মোস্তফা আরো বলেন, ‘সরকার এই ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নিয়ে দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। উগ্র জাতীয়তাবাদ, দুর্নীতি-লুটপাটকে আশ্রয় করে গড়ে উঠা শাসক শ্রেণির দল ও তাদের ছাত্র সংগঠনগুলোর তাণ্ডবে আজ জনজীবন বিপর্যস্ত।’ এ সময় তিনি অবিলম্বে রাকসু নির্বাচন দেওয়ারও আহ্বান জানান।
এ সমাবেশ থেকে শিক্ষার সব ধরনের গণতান্ত্রিক অধিকারসহ জনজীবনের সব সংকট নিরসনে শ্রমিক-কৃষক-মেহনতি জনতার নেতৃত্বে একটি স্বাধীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
সমাবেশে ছাত্র ইউনিয়নের রাবি শাখার সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদিনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের রাবি শাখার সাবেক সভাপতি এস এম চন্দন ও অ্যাডভোকেট আবু সায়েম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি লাকী আক্তার প্রমুখ।
সমাবেশে রাবি সংসদের সভাপতি আয়তুল্লাহ খোমেনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স, বিশেষ অতিথি বৃত্বা রায় দীপা।
আগামীকাল শুক্রবার বেলা ১১টায় রাকসু ভবনে কাউন্সিল অধিবেশন শুরু হবে। সেখানে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হবে।