নলছিটিতে এসকেন্দার আলী খানের গণসংযোগ

আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন কমিশন প্রথম ধাপে পৌরসভা নির্বাচনের ঘোষণা দেওয়ার পর ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়সহ নানা প্রচার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান হাই স্কুল সড়ক থেকে গণসংযোগ শুরু করেন।
শহরের সবকটি সড়কের ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ভোটারদের জড়িয়ে ধরে তাঁর প্রতি সমর্থন দেওয়ার অনুরোধ করেন। ভোটারদের অনেকে তাঁর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। এ সময় তিনি মেয়র পদে নির্বাচন করার জন্য সবার কাছে দোয়া চান। আগামী ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের সময়ও তাঁর সঙ্গে থাকার জন্য অনুরোধ জানান।
এ সময় তাঁর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও সমর্থকরা উপস্থিত ছিলেন।