পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/27/photo-1448622910.jpg)
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে স্বজনরা। এ সময় পাঁচজনকে আটক করা হয়। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার আজমপুর কৌড়াতলি এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া আসামির নাম দেলোয়ার হোসেন দেলু। তাঁর বিরুদ্ধে মাদক সংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে। দেলু কৌড়াতলি এলাকার মহরম আলীর ছেলে।
পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল আজমপুর কৌড়াতলি এলাকায় অভিযান চালিয়ে দেলুকে আটক করে। এ সময় তিনি পুলিশের হাতকড়াসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ দৌড়ে গিয়ে তাঁকে আবার আটক করে।
এরপর দেলুকে থানায় নিয়ে আসতে চাইলে স্বজনরা পুলিশের কাছ থেকে তাঁকে হাতড়াসহ ছিনিয়ে নেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ।