নাটোরে ২ যুবলীগকর্মী গুলিবিদ্ধ

নাটোর শহরের মল্লিকহাটি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত যুবলীগকর্মী নাটোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি : এনটিভি
নাটোরে যুবলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার শহরের মল্লিকহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবলীগকর্মীদের নাম সাব্বির ও সোহাগ। আহত দুই কর্মী এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, বিকেলের দিকে মোটরসাইকেল নিয়ে মল্লিকহাটি এলাকা দিয়ে যাওয়ার সময় ওই দুজনকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। দুজনের গায়েই গুলি লাগে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি মিজানুর।