চট্টগ্রামে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের মামলায় গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে অর্ধদিবস ধর্মঘট পালন করেছে ওষুধ ব্যবসায়ী সমিতি। আজ রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ধর্মঘট চলাকালে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেন।
ধর্মঘটের সমর্থনে সকালে চট্টগ্রামের পাইকারি ওষুধের বাজার হাজারী গলি এলাকায় সমাবেশ করেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। সমাবেশে বক্তারা রোববার রাতের মধ্যে দাবি মানা না হলে আগামী বুধবার থেকে কঠোর কর্মসূচির হুমকি দেন।
ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে বৃহত্তর চট্টগ্রামে সব ওষুধের দোকান বন্ধ থাকায় জনগণকে ভোগান্তির মধ্যে পড়তে হয়।
গত ২৪ নভেম্বর (মঙ্গলবার) চট্টগ্রামের হাজারী গলি ওষুধের পাইকারি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর ১২ জন ব্যবসায়ী নেতাসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা করে জেলা প্রশাসন। এ সময় আটক করা হয় ১১ জনকে। পরে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়।