চার দেশের মৈত্রী শোভাযাত্রা এখন বাংলাদেশে

বাংলাদেশ-ভারত-নেপাল ও ভুটান মৈত্রী শোভাযাত্রা এখন বাংলাদেশে। ২০টি গাড়ি নিয়ে চার দেশের ৮০ সদস্যের শোভাযাত্রাটি শনিবার রাতেই চট্টগ্রাম পৌঁছায়।
আজ রোববার সকালে হোটেল র্যাডিসন ব্লু চত্বরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় উপস্থিত হন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ সময় শোভাযাত্রার পক্ষ থেকে সিটি মেয়রকে একটি ক্রেস্ট দেওয়া হয়। সকাল ৯টায় সিটি মেয়র একটি পতাকা উড়িয়ে ঢাকার উদ্দেশে শোভাযাত্রাটির যাত্রা আরম্ভের সংকেত দেন।
চার দেশের সড়ক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও এসব দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক আরো জোরদার করতে শোভাযাত্রাটি গত ১৪ নভেম্বর ভারতের উড়িষ্যা থেকে যাত্রা শুরু করে।
ঝাড়খন্ড, বিহার, সিকিম, মেঘালয়, আসাম, ত্রিপুরা হয়ে পশ্চিমবঙ্গ থেকে শনিবার দুপুরে বহরটি ফেনীর বেলুনিয়া হয়ে প্রবেশ করে বাংলাদেশে।
শোভাযাত্রায় বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নিরোদ চন্দ্র মণ্ডল।
চার নারীসহ শোভাযাত্রায় ভারতের ৫৮, বাংলাদেশের ছয় ও নেপাল-ভুটানের চারজন করে রয়েছেন।