শেষ দফায় ভারতে গেলেন কুড়িগ্রামের ১৬ জন

শেষ দফায় ভারত গেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার পাঁচটি পরিবারের ১৬ জন বাসিন্দা। ভুরুঙ্গামারী উপজেলার বাগভাণ্ডার সীমান্তের অস্থায়ী চেক পয়েন্ট দিয়ে আজ রোববার বিকেলে তারা ভারতে প্রবেশ করেন।
ভারতের পক্ষে তাদের বরণ করেন পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইশা রানী। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি শৈলান্দ্র কিশোর ও বাংলাদেশের পক্ষে ফুলবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছির উদ্দিন মাহমুদ তাঁদের বিদায় জানান।
এর আগে দুপুর ১২টায় দাসিয়ারছড়া থেকে দুটি মাইক্রোবাস ও চারটি পিকআপ ভ্যানে করে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা প্রয়োজনীয় জিনিসপত্রসহ বাগভাণ্ডার চেক পয়েন্টে পৌঁছান।
এর আগে প্রথম দফায় গত ১৯ নভেম্বর ৭২ জন ও দ্বিতীয় দফায় ২৪ নভেম্বর ১৫৮ জন ভারতে যান।
ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়ার আশরাফুল (১৩) জানায়, ‘আমার বাবা-মা আগে থেকেই ভারতে আছেন। আমি দাদা-দাদির সঙ্গে ছিলাম। দাদা-দাদিও চলে যাচ্ছে তাই আমাকেও যেতে হচ্ছে। খেলার সাথীদের ছেড়ে যেতে খুব খারাপ লাগছে।’
স্বজনদের টানে ভারতে যেতে পেরে কেউ কেউ খুশি হলেও অনেকেই বসতভিটা ও আত্মীয়স্বজনের মায়া ত্যাগ করে পরদেশী হওয়ায় বিমর্ষ হয়ে পড়েন।
ইউএনও নাছির উদ্দিন মাহমুদ জানান, শেষ দফায় দাসিয়ারছড়া ছিটের ১৬ জন বাসিন্দাসহ তিন দফায় কুড়িগ্রামের অভ্যন্তরের বিলুপ্ত ছিটমহলগুলো থেকে সর্বমোট ২৪৬ জন ভারতে গেলেন।